৫৮. রত্ন দ্বীপ

ভূমধ্য সাগরের অথৈ জলে ভাসমান- সবার চোখের আড়ালে গুপ্তধন সঞ্চিত একটা দ্বীপ। নাম নিউ ট্রেজার আইল্যান্ড-ন্তুন রত্ন দ্বীপ। এই নতুন রত্ন দ্বীপে দুই লাখ লোকের বাস। দ্বীপের ২০ হাজার পরিবারের মধ্যে ১২ হাজার মুসলিম, ৭ হাজার খ্রিষ্টান এবং ১ হাজার ইহুদী। শান্তি, সমৃদ্ধি ও গনতন্ত্রের প্রতিচ্ছবি যেন দ্বীপটা- সব ধর্মের লোক সরকারে অপরিহার্য। ধীরে ধীরে দ্বীপের সুখ, শান্তি ও গনতন্ত্রে লাগল আগুন, সন্দেহ, অবিশ্বাস আর বিভেদ। সংঘাত মাথা তুলল দ্বীপে, আতংকিত হয়ে উঠল মানুষ! দৈবচক্রে অবসর কাটাতে আসা আহমদ মূসা জড়িয়ে পড়ল ঘটনায়… পরিচয় পেয়ে দ্বীপের ভীত-সন্ত্রস্ত সরকার আহমদ মুসার সাহায্য নিল। সামনে এগোতে গিয়ে আহমদ মুসা দেখল দৃশ্যমান যে সংকট তার চেয়ে ষড়যন্ত্র অনেক বড়! আর এই সংকট ষড়যন্ত্রের মূল টার্গেট নয়, সিঁড়ি মাত্র। এই সিঁড়ি কোথায় পৌছার জন্যে? প্রশ্নের সমাধান করতে গিয়ে আহমদ মুসার সামনে আসে ভূমধ্য সাগরের বিশাল ইতিহাস। ক্ষুদ্র এই নতুন রত্ন দ্বীপের মাটিতে সঞ্চিত আছে কাড়ি কাড়ি স্বররণ মুদ্রা? কাদের এই অঢেল স্বররণ মুদ্রা? স্পেন থেকে বিতারিত ভাগ্যাহত, ভূমধ্য সাগরে ডুবে যাওয়া মুসলমানদের? আমেরিকার রেড ইন্ডিয়ানদের? না অন্য কারো? সোনার টানে ছুটে এলো ষড়যন্ত্রের পেছনের ভয়ংকর সব দানবরা… ওদের দেশ নেই, নাম নেই, পরিচয় নেই, অদৃশ্য ওরা! ছায়ার সাথে শুরু হল ভয়ংকর লড়াই। ‘রত্ন দ্বীপ’ নিয়ে এল সেই ভয়ংকর লড়াইয়ের চরম কাহিনী।

বইটি অনলাইনে পড়তে* ক্লিক করুন এখানে

* শর্ত প্রযোজ্য

Top